কর্ণাটক: লক্ষাধিক টাকার গোবর চুরি। হ্যা, ঠিকই শুনেছেন। প্রায় দেড় লক্ষাধিক টাকার গোবর চুরির তদন্তে নেমেছে কর্ণাটকের পুলিশ। রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সেখানকার জাগতি থানার পুলিশ।
ইতিমধ্যেই, প্রাণী সম্পদ দফতরের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ‘বাসুর অমৃতমহল কাভাল’ প্রাণী সম্পদ দফতরের এই সংরক্ষণ কেন্দ্রে সমস্ত গোবর মজুত করা ছিল। প্রায় ৩৫ থেকে ৪০টি ট্রাক্টরে করে সেখান বিনা অনুমতি গোবর সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুরবর্তী একটি জমি থেকে সেই গোবর উদ্ধারও করা হয়েছে। জমির মালিকের নামে এফআইআরও দায়ের হয়েছে। প্রসঙ্গত, তামিলনাড়ুতে চাষের কাজে গোমূত্র ও গোবর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়।