ধসের মুখেও তিন সংস্থার বিপুল শেয়ার বাজারে ফেরাচ্ছে আদানি!

ধসের মুখেও তিন সংস্থার বিপুল শেয়ার বাজারে ফেরাচ্ছে আদানি!

3 stocks recomended

নয়াদিল্লি: আমেরিকার শেয়ার সংক্রান্ত গবেষণা সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্টের জেরে এই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ভারতের আদানি গোষ্ঠীকে। তাঁদের বিভিন্ন সংস্থার শেয়ারের মূল্য অনেক কমে গিয়েছে শেষ কয়েক দিনেই। তার জন্য কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা। কিন্তু এই আবহে অন্য কাজ করছে তারা। জানা গিয়েছে, ক্ষতির মধ্যেই নিজেদের তিন সংস্থার কোটি কোটি শেয়ার বাজারে ফেরাচ্ছে আদানি গোষ্ঠী। কিন্তু কেন?

আরও পড়ুন- বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটকেই গেলেন আদানি! কত নম্বরে স্থান হল তাঁর?

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং আদানি ট্রান্সমিশন লিমিটেড, এই তিন সংস্থার কোটি কোটি টাকার শেয়ার বাজারে ফেরাতে চলেছে আদানি গোষ্ঠী। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, খুব দ্রুত এই কোম্পানির শেয়ারগুলি বাজারে আনতে চলেছে তারা। কিন্তু যেখানে বিপুল টাকার ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, সেখানে এই কাজ করছেন কেন শিল্পপতি আদানি? প্রশ্ন উঠে গিয়েছে। তবে বিশ্লেষকরা এর একটা ধারণা দিয়েছেন। তাদের বক্তব্য, নিজেদের অর্থনৈতিক ভাবে সবল দেখাতে এই সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী। সময়ের আগে বকেয়া মিটিয়ে বন্দক শেয়ারগুলির মালিকানা ফেরত পাওয়াই লক্ষ্য তাদের।