ইস্তফা দিচ্ছেন ‘ভগবান’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তে হতাশ চাকরিপ্রার্থীরা

ইস্তফা দিচ্ছেন ‘ভগবান’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তে হতাশ চাকরিপ্রার্থীরা

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক তাৎপর্যপূর্ণ রায় সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে৷ ‘অবৈধ’-দের হঠিয়ে যোগ্যদের জায়গা দিতে তাঁর রায় কাঁপিয়ে দিয়েছিল দুর্নীতির পাহাড়কে৷ বঞ্চিত প্রার্থীদের কাছে রাতারাতি তিনি হয়ে ওঠেন ‘ভগবান’। হাজার হাজার চাকরিপ্রার্থীর সেই ‘মসিহা’ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার আচমকা ইস্তফার কথা ঘোষণা করে৷ তাঁর এই সিদ্ধান্তে হতাশ চাকরিপ্রার্থীরা। ফেরে অনিশ্চয়তার অন্ধকারে তাঁদের  ভবিষ্যৎ৷ 

মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কানে এই খবর পৌঁছতেই তাঁরা ভেঙে পড়েন৷ এক চাকরিপ্রার্থীর আক্ষেপের সুরে জানান, সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ পরিকল্পনা কার পরিকল্পনা, সেটা খুঁজে বার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলার সুরাহা হওয়ার আগেই বিচারপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিলেন তিনি৷ আমরা এটা মানতে পারছি না৷ আবার কেউ কেউ বলছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় না থাকলে চাকরিই পেতেন না। কিন্তু যাঁরা এখনও চাকরি পাননি, যাঁদের আন্দোলন এখনও চলছে, তাঁদের ভবিষ্যত কী তা নিয়ে ধন্দে আন্দোলনকারীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =