আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বৃদ্ধি! কিছুটা ‘অক্সিজেন’ পেল শিল্পগোষ্ঠী

আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বৃদ্ধি! কিছুটা ‘অক্সিজেন’ পেল শিল্পগোষ্ঠী

3 stocks recomended

নয়াদিল্লি: বিপুল ক্ষতির মধ্যেই নিজেদের তিন সংস্থার কোটি কোটি শেয়ার বাজারে ফেরাচ্ছে আদানি গোষ্ঠী, এমন খবর আগেই পাওয়া গিয়েছিল। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং আদানি ট্রান্সমিশন লিমিটেড, এই তিন সংস্থার শেয়ার বাজার ফেরানোর কথা আদানি গোষ্ঠীর। এই ঘোষণার পরেই ‘সুখবর’ পেল আদানিরা। জানা গিয়েছে, উন্নতি হয়েছে আদানিদের শেয়ার দরে। খবর, আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর বড়েছে ২৫ শতাংশ। 

আরও পড়ুন- জাতীয়তাবাদের আড়ালে লোকানো যাবে না! দুর্নীতি ইস্যুতে আদানিকে পাল্টা মার্কিন সংস্থার

শেষ কয়েক দিনে আদানিদের ক্ষতির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৭৩ হাজার কোটি টাকারও বেশি। এই অবস্থার মধ্যেই কোম্পানির শেয়ারগুলি বাজারে আনার ঘোষণা তারা করেছিল। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ফল পেয়েছে আদানিরা। আপাতত কিছুটা লাভের মুখ দেখেছে আদানি এন্টারপ্রাইজ। আদানিদের তরফে ঘোষণা করা হয়েছিল যে বাজারে বকেয়া থাকা প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা ফিরিয়ে দেবে তারা। কিন্তু যেখানে বিপুল টাকার ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, সেখানে এই কাজ করছেন কেন শিল্পপতি আদানি? প্রশ্ন ওঠে। বিশ্লেষকদের বক্তব্য, নিজেদের অর্থনৈতিক ভাবে সবল দেখাতে এই সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী। সময়ের আগে বকেয়া মিটিয়ে বন্দক শেয়ারগুলির মালিকানা ফেরত পাওয়াই লক্ষ্য তাদের।