লখনউ : বিপুল উদ্দীপনার মধ্যে লখনউয়ে রোড শো প্রিয়াঙ্কা গান্ধির। আমউসি বিমানবন্দর থেকে দলের সদর দফতর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা লোকারণ্য। প্রিয়াঙ্কা, রাহুল গান্ধি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যন্য কংগ্রেস নেতারা ছিলেন একটি একটি বাসের উপর। পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নিযু্ক্ত হওয়ার পর এই প্রথম যোগীর রাজ্যে পা দিলেন প্রিয়াঙ্কা। যাত্রাপথে অভ্যর্থনার জন্য ৩৭টি জায়াগায় থামবে কনভয়। গোটা লখনউ প্রিয়াঙ্কার পোস্টার-হোর্ডিয়ে মোড়া। স্লোগান ওঠে, “লহর নেহি আঁধি হ্যায়, নাম প্রিয়াঙ্কা গান্ধি হ্যায়।” এযাত্রায় তিনদিন থাকার কথা প্রিয়াঙ্কার। পূর্ব উত্তরপ্রদেশের ৪২টি লোকসভা কেন্দ্রের কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। এদিনের রোড শো কংগ্রেসের নির্বাচনী প্রচারের সূচনা বলেই মনে করা হচ্ছে।
বিপুল উদ্দীপনার মধ্যে রোড শো প্রিয়াঙ্কার
লখনউ : বিপুল উদ্দীপনার মধ্যে লখনউয়ে রোড শো প্রিয়াঙ্কা গান্ধির। আমউসি বিমানবন্দর থেকে দলের সদর দফতর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা লোকারণ্য। প্রিয়াঙ্কা, রাহুল গান্ধি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যন্য কংগ্রেস নেতারা ছিলেন একটি একটি বাসের উপর। পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নিযু্ক্ত হওয়ার পর এই প্রথম যোগীর রাজ্যে পা দিলেন প্রিয়াঙ্কা। যাত্রাপথে অভ্যর্থনার জন্য ৩৭টি জায়াগায় থামবে