চিটফান্ডে তদারকি নয়, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি : সারদার সিবিআই তদন্তে তদারকি করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে। চিটফান্ডে আমানতকারীদের তরফে সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়েছিল, ২০১৩ সালে সিবিআইকে সু্প্রিম কোর্ট তদন্তর আদেশ দিলেও তা চূড়ান্ত পর্যায়ে এগোয়নি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয়, তারা চায় সিবিআই

89a825b7f89207ecf41b9dce1ccb7360

চিটফান্ডে তদারকি নয়, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি : সারদার সিবিআই তদন্তে তদারকি করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে। চিটফান্ডে আমানতকারীদের তরফে সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়েছিল, ২০১৩ সালে সিবিআইকে সু্প্রিম কোর্ট তদন্তর আদেশ দিলেও তা চূড়ান্ত পর্যায়ে এগোয়নি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয়, তারা চায় সিবিআই তদন্ত করুক এবং তদন্তের অগ্রগতি নিয়ে আদালতকে জানাক। তাঁরা জানান, এজন্য আলাদা তদারিক কমিটি গড়ায় তাঁরা আগ্রহী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *