নয়াদিল্লি : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এরপর শিবসেনা-প্রধান বালাসাহেব ঠাকরের জীবন নিয়ে ‘ঠাকরে’ সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের গল্প নিয়ে নির্মিত হয় ‘পিএম নরেন্দ্র মোদি’। এবার কংগ্রেসের প্রধান রাহুল গান্ধিকে নিয়ে তৈরি হচ্ছে ফিল্ম। নাম ‘মাই নেম ইজ রাগা’। পরিচালনা করছেন রুপেশ পল। রাহুল গান্ধির চরিত্রে অভিনয় করছেন অশ্বিনীকুমার। সবকিছু ঠিক থাকলে এ বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। ছবিটির টিজার ইতিমধ্যেই সামনে এসেছে। টিজারে দেখা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাহুলকে বলছেন, ‘সময় এসেছে, এবার আপনাকে দায়িত্ব নিতে হবে।’ আরও রয়েছে, সংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছেন রাহুল গান্ধি। টিজার শেষ হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রসঙ্গের ঠিক আগে। ছবিতে যেমন রাহুল গান্ধির জীবনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় দেখানো হয়েছে, পাশাপাশি তাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক নানা বিতর্কও রয়েছে।
এবার সিনেমার পর্দায় রাহুল
নয়াদিল্লি : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এরপর শিবসেনা-প্রধান বালাসাহেব ঠাকরের জীবন নিয়ে ‘ঠাকরে’ সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের গল্প নিয়ে নির্মিত হয় ‘পিএম নরেন্দ্র মোদি’। এবার কংগ্রেসের প্রধান রাহুল গান্ধিকে নিয়ে তৈরি হচ্ছে ফিল্ম। নাম ‘মাই নেম ইজ রাগা’। পরিচালনা করছেন রুপেশ পল। রাহুল গান্ধির