ভোটের মুখে ভারত বনধের ডাক ২১টি সংগঠনের

কলকাতা: মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এবার লোকসভা ভোটের মুখে রাজ্যে চটকল শিল্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিল বাম ও দক্ষিণপন্থী ২১টি শ্রমিক সংগঠন। আগামী ১ মার্চ থেকে রাজ্যের তামাম চটকলগুলিতে এই ধর্মঘট শুরু হবে বলে তারা জানিয়েছে। সংগঠনগুলি একটি কনভেনশনে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে

4f16a7423626e0f0165491a9591aecc9

ভোটের মুখে ভারত বনধের ডাক ২১টি সংগঠনের

কলকাতা: মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এবার লোকসভা ভোটের মুখে রাজ্যে চটকল শিল্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিল বাম ও দক্ষিণপন্থী ২১টি শ্রমিক সংগঠন। আগামী ১ মার্চ থেকে রাজ্যের তামাম চটকলগুলিতে এই ধর্মঘট শুরু হবে বলে তারা জানিয়েছে। সংগঠনগুলি একটি কনভেনশনে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে মালিকদের হয়ে পক্ষপাতিত্বমূলক ভূমিকা গ্রহণ করার অভিযোগেই তারা এই লাগাতার ধর্মঘটের পথে হেঁটে চটশিল্প অচল করার সঙ্কল্প করেছে। এই কর্মসূচিতে রাজ্যের অন্তত আড়াই লক্ষ পাটকল শ্রমিক অংশ নেবে বলে উদ্যোক্তাদের দাবি। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক অবশ্য এই সিদ্ধান্তকে ভোটের আগে বিরোধীদের নিছক রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। তাঁর কথায়, অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে নতুন শ্রমিকদের ৭০ টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। ত্রিপাক্ষিক আলোচনা মোটেও শেষ হয়নি। তাই এটা সরকারের মোটেও চূড়ান্ত ফয়সালা নয়। তবে মন্ত্রী ও শ্রমিক নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যে মজুরি বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *