CBI অধিকর্তাকে ‘নজিরবিহীন’ শাস্তি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: অফিসারদের বদলি করে সুপ্রিম কোর্টর অবমাননা করেছেন সিবিআইইয়ের সহ-অধিকর্তা এম নাগেশ্বর রাও। এই কারণে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এই কারণে ক্ষমাও চান তিনি। কিন্তু তা খারিজ করে আদালত জানায় ১ লাখ টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয় আজ আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত আদালতেই থাকতে হবে তাঁকে। জরিমানার কথা

CBI অধিকর্তাকে ‘নজিরবিহীন’ শাস্তি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: অফিসারদের বদলি করে সুপ্রিম কোর্টর অবমাননা করেছেন সিবিআইইয়ের সহ-অধিকর্তা এম নাগেশ্বর রাও। এই কারণে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এই কারণে ক্ষমাও চান তিনি। কিন্তু তা খারিজ করে আদালত জানায় ১ লাখ টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয় আজ আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত আদালতেই থাকতে হবে তাঁকে। জরিমানার কথা জানিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন নাগেশ্বর রাও আদালরতের নির্দেশ স্বেচ্ছায় অমান্য করেছেন, এটা ভুল নয়।

এর আগে নাগেশ্বর সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন অধিকর্তা হন। তখন আদালত জানান তিনি পদে থাকলেও কোনও আধিকারিককে বদলি করতে পারবেন না। তিনি সেটাই করেছেন। আদালতে সেই দোষ স্বীকার করে নিয়েছেন নাগেশ্বর। তবুও শাস্তির পথেই হাঁটল সুপ্রিম কোর্ট। নিজের দোষ স্বীকার করে হলফনামাও জমা দেন নাগেশ্বর রাও। আমি আমার অপরাধ মেনে নিচ্ছি। আর তার জন্য কোনও শর্ত না রেখে ক্ষমা চাইছি। তবে এটা বলতে চাই যে আমি জেনে শুনে ভুল করিনি। আদালতের নির্দেশ অমান্য করার কথা স্বপ্নেও ভাবতে পারিনা। কিন্তু সেই যুক্তি মানতে রাজি হয়নি আদালত। গত শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আপনি আদালতের রায়ের সঙ্গে ছিনিমিনি খেলেছেন। ঈশ্বরই আপনাকে রক্ষা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =