নয়াদিল্লি: ফের রাফাল বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনিল অম্বানির ‘মিডলম্যান’ বলে উল্লেখ করলেন। রাফাল দুর্নীতি কোনও সাধারণ দুর্নীতি নয়, বরং দেশদ্রোহের সমান সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করে তিনি।
তাঁর অভিযোগ, রাফাল চুক্তি প্রতিরক্ষামন্ত্রী বা বিদেশ সচিবও জানতেন না অথচ ওই চুক্তির কথা জানতেন অনিল অম্বানি। তিনি এদিন একটি ইমেলের তথ্য তুলে ধরে জানান, রাফাল চুক্তির বিষয়ে খোদ প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ সচিবের আগে জানতেন অনিম আম্বানি। রাহুল গান্ধী বলেন, ‘জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফাল চুক্তির একেবারে শুরুর দিকে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া অনিল আম্বানি এই বিষয়ে জানতেন বলে ওই ইমেলটি তুলে ধরে দাবি করেন রাহুল গান্ধী।