কলকাতা: সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লখনউ এর বিমানবন্দরে আটকে দেওয়া হয় । এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন । পাশাপাশি আজ দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে মমতা বলেন, “এমন ভয়ঙ্কর দুরাবস্থা কখনো দেখিনি । যিনি সারাক্ষণ বসে বসে জ্ঞান দিচ্ছে, তিনি নিজেই একজন স্বৈরাচারী । পুলিশ তদন্ত করতে গেলে খুন করে দিচ্ছে তাঁকে । আমার ধারনাই বদলে যাচ্ছে ওদের প্রতি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “মানুষ রেডি আছে জবাব দেওয়ার জন্য । ওদের ভোট শূন্যেরও তলানিতে গিয়ে ঠেকবে ।” টুইটে মমতা লিখেছেন, “তথাকথিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্যই এইসব হচ্ছে”। শুধু অখিলেশ যাদবই নন, সোমবার গুজরাটের দলিত বিধায়ক জিগনেশ মেভানিকেও তাঁর নিজের কলেজের অনুষ্ঠানে ডাকা নিয়েও সমস্যার সৃষ্টি হয় । শেষ পর্যন্ত অবশ্য অনুষ্ঠানটি বাতিল হয়ে গেছে । এই দুটি একই রকম ঘটনার তীব্র নিন্দা করেন মমতা । তিনি লিখেছেন, “আমি কথা বলেছি অখিলেশ যাদবের সাথে । দেশের গণতন্ত্র কোথায় পৌঁছেছে ? আর ওরা সবাইকে জ্ঞান দিচ্ছে”।
‘যিনি সারাক্ষণ বসে বসে জ্ঞান দিচ্ছে, তিনি নিজেই একজন স্বৈরাচারী’
কলকাতা: সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লখনউ এর বিমানবন্দরে আটকে দেওয়া হয় । এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন । পাশাপাশি আজ দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে মমতা বলেন, “এমন ভয়ঙ্কর দুরাবস্থা কখনো দেখিনি । যিনি সারাক্ষণ বসে বসে জ্ঞান দিচ্ছে, তিনি নিজেই একজন স্বৈরাচারী ।