ঝাড়খন্ড: বেনজির পুলিশ বিদ্রোহের মুখে ঝাড়খন্ডের বিজেপি সরকার। ১৩ মাসের বেতনের দাবিতে আন্দোলনে নামলেন প্রায় ৭০ হাজার পুলিশকর্মী। মঙ্গলবার থেকেই এই আন্দোলনের ডাক দিয়েছে পুলিশের ৩টি সংগঠন।
ঝাড়খন্ড পুলিশ অ্যাসোসিয়েশন, ঝাড়খন্ড পুলিশমেন’স অ্যাসোসিয়েশন এবং ফোর্থ গ্রেড পুলিশ অ্যাসোসিয়েশন। ঝাড়খন্ড পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেন্দ্র সিং জানান, মঙ্গলবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। কালো ব্যাজ লাগিয়ে কাজে যোগ দেবেন কর্মীরা। কারণ, রাজ্যসরকার তাঁদের দাবি মানছে না। তাঁদের দাবি, ১৩ মাসের বেতন দিতে হবে। পুরনো পেনশন স্কিম চালু করতে হবে, মেডিকেল সুযোগ সুবিধা, চাকরিক্ষেত্রে বয়স সীমা বাড়ানো, নিহত পুলিশকর্মীর মা-বাবাকে ক্ষতিপূরণের ২৫ শতাংশ অর্থ দিতে হবে, প্রভৃতি। এই দাবি পূরণ না হলে, ২০ ফেব্রুয়ারি থেকে অনশনে বসবেন পুলিশকর্মীরা। এছাড়াও, ২৭ ফেব্রুয়ারি থেকে গণ ছুটিতে যাওয়ার ঘোষণাও দেওয়াছে সংগঠনগুলির পক্ষ থেকে।