নয়াদিল্লি : বুধবার বিরোধীদের ধরনার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে নানারকম পোস্টার লাগানো হয়েছে দিল্লিতে। কোনওটায় বলা হয়েছে, তৃণমূল নেত্রী দিল্লিতে গণতন্ত্র উপভোগ করতে পারেন। কারণ এখানকার অবস্থা বাংলার মতো নয়। পোস্টারে মমতাকে দেখানো হয়েছে একজন ক্রদ্ধ বিদ্রোহী হিসেবে। আরেকটা পোস্টারে তাঁকে দেখানো হয়েছে তিনি ড্রাম নিয়ে হাঁটছেন। তলায় লেখা, দিদি, ভারতীয় প্রজাতন্ত্রে আপনাকে হার্দিক স্বাগত। পোস্টারগুলি লাগানো হয়েছে সেভ ইয়ুথ ডেমোক্র্যাসি-র নামে। আরও একটি পোস্টারে বলা হয়েছে, দিদি আপনার দাদাগিরি দিল্লিতে আনবেন না। আরেকটি রয়েছে, আরাম করুন দিদি, এখানে আমরা নিরাপদ। এটাই গণতন্ত্র। মোদি বনাম দিদি সাম্প্রতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এই পোস্টারগুলি ছাপানো এবং লাগানো হয়েছে।
মমতাকে ব্যঙ্গ করে রাজধানীজুড়ে ছড়াল পোস্টার
নয়াদিল্লি : বুধবার বিরোধীদের ধরনার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে নানারকম পোস্টার লাগানো হয়েছে দিল্লিতে। কোনওটায় বলা হয়েছে, তৃণমূল নেত্রী দিল্লিতে গণতন্ত্র উপভোগ করতে পারেন। কারণ এখানকার অবস্থা বাংলার মতো নয়। পোস্টারে মমতাকে দেখানো হয়েছে একজন ক্রদ্ধ বিদ্রোহী হিসেবে। আরেকটা পোস্টারে তাঁকে দেখানো হয়েছে তিনি ড্রাম নিয়ে হাঁটছেন। তলায় লেখা, দিদি, ভারতীয় প্রজাতন্ত্রে