৪০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিস, ভারত থেকে ব্যবসা গোটানোর মুখে ‘টিকটক’

৪০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিস, ভারত থেকে ব্যবসা গোটানোর মুখে ‘টিকটক’

3 stocks recomended

নয়াদিল্লি: ভারত থেকে ব্যবসা কি তাহলে গুটিয়ে নেবে চিনা অ্যাপ সংস্থা ‘টিকটক’? যা খবর মিলেছে তাতে এমনটাই আন্দাজ করা যায়। জানা গিয়েছে, ভারতে তাদের শাখা অফিসের সমস্ত কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সংস্থা। চলতি মাসেই এই দেশে ‘টিকটক’ অফিসের কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ওই কর্মীদের কী হবে? তাদের জন্য কিছু ব্যবস্থা করা হবে এমনটাই জানা যাচ্ছে। 

আরও পড়ুন- ‘সর্বোচ্চ আত্মত্যাগ ভোলার নয়’, পুলওয়ামা শহিদদের স্মরণ প্রধানমন্ত্রীর

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে ‘টিকটক’-এর ৪০ জন কর্মীকে সরানোর নোটিস পাঠানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি তাঁদের কাজের শেষ দিন হওয়ার কথা। পরিস্থিতি এমন যে এই দেশ থেকে সম্পূর্ণভাবে ব্যবসা বন্ধ করে দিতে পারে চিনা অ্যাপ সংস্থা। লাদাখ সীমান্তের ঘটনা নিয়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছিল। তারপর বহু চিনা অ্যাপ সুরক্ষার খাতিরে নিষিদ্ধ করেছিল ভারত সরকার। তার মধ্যে ছিল ‘টিকটক’। ভারতে নিষিদ্ধ হওয়ার পর দুবাই এবং ব্রাজিলের বাজারের জন্য কাজ করছিলেন এই ৪০ জন কর্মী। এবার তাদের চাকরিও যাওয়ার পথে।