মহারাষ্ট্র: গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বুধবার তাঁর দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সূত্রে জানা গেল, মহারাষ্ট্রের মাধা কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়তে পারেন শারদ পাওয়ার। এনসিপির রাজ্যসভার সদস্য হওয়ার আগে বারামতি কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে জয়ী হয়েছেন। ২০০৯ সালে ওই কেন্দ্রে মেয়ে সুপ্রিয়া সুলেকে দাঁড় করান।
আগামী প্রজন্মের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য তিনি রাজনীতি ছাড়তে চান বলে বারবার জানিয়েছিলেন। কিন্তু এখনই যে সেটা হচ্ছে না, তা ফের স্পষ্ট হয়ে গেল। মাধা কেন্দ্র থেকে দলের সভাপতির দাঁড়ানোর ঘোষণা বৃহস্পতিবার সরকারিভাবে হবে এনসিপি সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যসভার সদস্য ৭৮ বছরের শারদ পাওয়ার ফের ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করলেও সব কিছু এখনও চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। মহারাষ্ট্রের তিনবারের মুখ্যমন্ত্রী শারদ পাওয়ার এর আগে কেন্দ্রের প্রতিরক্ষা এবং কৃষি মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।