লখনউ: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক জীবনের প্রথম সাংবাদিক বৈঠক বাতিল করলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা৷ আজ, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সাংবাদিক বৈঠক করার কথা ছিল সোনিয়া তনায়ার৷ কিন্তু, সাংবাদিক বৈঠকের আগে পুলওয়ামায় জঙ্গি হামলার শহিদ জওয়ানদের স্মরণে দু’মিনিট নীরবতা পালন করে সাংবাদিক বৈঠক শেষ করেন তিনি৷
জানিয়ে দেন, দেশের জওয়ানদের উপর আজ সব থেকে বড় আঘাত নেমে এসেছে৷ ফলে, এই পরিস্থিতিতে রাজনীতির কথা বলা ঠিক হবে না৷ তাই আমরা আজ শহিদ জওয়ানদের জন্য দু’মিনিট নীরবতা পালন করব৷’’
রাজনীতিতে অবিশেষ হওয়ার পর আজই ছিল প্রিয়াঙ্কার প্রথম সাংবাদিক বৈঠক৷ কিন্তু, সেই বৈঠক শহিদ বাতিল করে ফের প্রিয়াঙ্কা প্রমাণ দিলেন, তাঁর শরীরে ইন্দিরা গান্ধীর রক্ত বইছে৷ কেননা, দেশের একপ্রান্তে যখন জঙ্গিদের গুলি-বিস্ফোরণে রক্তাক্ত রাজপথ, সেখানে দাঁড়িয়ে রাজনীতির কথা নাই বা হল৷ প্রিয়াঙ্কার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷