ভোটের মুখে শাড়িতেও দেখা যাবে মোদিকে

সুরাট: ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী এবার দেশের মহিলাদের অঙ্গে শোভা পাবেন৷ শাড়িতে এবার নরেন্দ্র মোদি৷ ২০১৯ এর লোকসভা নির্বাচনের পারদ যখন চড়ছে দেশজুড়ে, তখনই মোদি শাড়ি বাজারে এনে ফেললেন গুজরাটের সুরাটের এক শাড়ি বিক্রেতা। ব্যবসায়ী রৌনক শাহ জানাচ্ছেন, চার রকম স্টাইলে এই শাড়ি বানানো হয়েছে। মহিলারা এগুলো হটকেকের মতো কিনছেনও। ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো বানানো

ভোটের মুখে শাড়িতেও দেখা যাবে মোদিকে

সুরাট: ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী এবার দেশের মহিলাদের অঙ্গে শোভা পাবেন৷ শাড়িতে এবার নরেন্দ্র মোদি৷ ২০১৯ এর লোকসভা নির্বাচনের পারদ যখন চড়ছে দেশজুড়ে, তখনই মোদি শাড়ি বাজারে এনে ফেললেন গুজরাটের সুরাটের এক শাড়ি বিক্রেতা।

ভোটের মুখে শাড়িতেও দেখা যাবে মোদিকেব্যবসায়ী রৌনক শাহ জানাচ্ছেন, চার রকম স্টাইলে এই শাড়ি বানানো হয়েছে। মহিলারা এগুলো হটকেকের মতো কিনছেনও। ডিজিটাল প্রিন্ট করে শাড়িগুলো বানানো হয়েছে সিল্ক মেটেরিয়ালের উপর। কোথাও বা মোদীর মুখ আর ব্যাকগ্রাউণ্ডে অনেক ফুলের ছবি, আবার কোনোটায় ১০০০ টাকার ডিজাইনে মোদীজির মুখের ছবি। সব শাড়িই মহিলারা আনন্দের সঙ্গে নিচ্ছেন। মোদী দেশের ১৪তম প্রধানমন্ত্রী। তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। গুজরাটি পরিবারে জন্ম তাঁর। তাই গুজরাটের মানুষের এক্ষেত্রে বিশেষ ভাবাবেগ কাজ করে। তবে রৌনক বলছেন, মোদী দিয়ে শুরু করলেন এরপরে অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দিয়েও শাড়ি রাখবেন তাঁর দোকানে।তবে রৌনক বলছেন এই উদ্যোগ একান্তই ব্যক্তিগত। এতে কোনও রাজনৈতিক প্রচারের কথা তিনি এড়িয়ে যাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =