নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, নরেন্দ্র মোদী দ্বাদশ শ্রেণি পাস। তিনি বুঝতেও পারেন না প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কোথাও স্বাক্ষর করার কথা। তাই দেশের নাগরিকদের বলছি আগামী দিন দ্বাদশ শ্রেণি পাস কাউকে দায়িত্ব দেবেন না। শিক্ষিত কাউকে প্রধানমন্ত্রিত্ব করার সুযোগ দিন। আগের বার যে ভুল হয়েছিল তা এবার আর যেন না হয়। তবে এই প্রথম নয় এর আগেও প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কেজরিওয়ালের দল।
মোদির বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে তাঁরা। কেজরিওয়ালের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও ‘শিক্ষিত প্রধানমন্ত্রী’ চেয়েছেন। টুইটারে তিনি লেখেন, ভারতীয়দের কাছে আমার অনুরোধ ভোট দেওয়ার আগে ভাল করে ভাবনা চিন্তা করুন। ভারত এক সম্ভাবনাময় দেশ। এ দেশের নেতৃত্ব এক শিক্ষিত মানুষের হাতেই থাকা উচিত। গণতন্ত্র এবং সংবিধানকে ভেঙেচুরে তছনছ করবেন এমন কোনও স্বৈরাচারীর প্রয়োজন ভারতের নেই।