হামলার ২৪ ঘণ্টা আগেই CRPF-কে সতর্ক করেছিল ইন্টেলিজেন্স

নয়াদিল্লি: জঙ্গি হামলার ২৪ ঘণ্টা আগে কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় বিস্ফোরণ হতে পারে এরকম আগাম খবর ছিল ইন্টেলিজেন্সের কাছে৷ সেই খবর তাঁরা ডিআইজি সিআরপিএফ শ্রীনগরের কাছে পাঠিয়ে ছিল গত ৮ ফেব্রুয়ারি৷ ‘ভেরি আরজেন্ট’ লেখা সেই চিঠিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় যে ‘ওই এলাকায় সেনা মোতায়েনের আগে খুব ভাল করে এলাকা পরীক্ষা করে দিতে হবে৷ সেখানে

হামলার ২৪ ঘণ্টা আগেই CRPF-কে সতর্ক করেছিল ইন্টেলিজেন্স

নয়াদিল্লি: জঙ্গি হামলার ২৪ ঘণ্টা আগে কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় বিস্ফোরণ হতে পারে এরকম আগাম খবর ছিল ইন্টেলিজেন্সের কাছে৷ সেই খবর তাঁরা ডিআইজি সিআরপিএফ শ্রীনগরের কাছে পাঠিয়ে ছিল গত ৮ ফেব্রুয়ারি৷ ‘ভেরি আরজেন্ট’ লেখা সেই চিঠিতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় যে ‘ওই এলাকায় সেনা মোতায়েনের আগে খুব ভাল করে এলাকা পরীক্ষা করে দিতে হবে৷ সেখানে আইইডি ব্যবহার করা হতে পারে এমনটাই খবর পাওয়া গেছে সূত্র মারফত৷’

সেই বার্তা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি সিআরপিএফের তরফ থেকে যথেষ্ট গাফিলতি ছিল এই বিষয়টি নিয়ে। সঠিক পদক্ষেপ নিলে কি প্রাণে বাঁচতো দেশের ৪৪টি তরতাজা জোয়ান। প্রায় ৭ দিন আগে পাঠানো অন্তত গুরুত্বপূর্ণ এই বার্তা তাহলে সঠিক কোনও গুরুত্বই পায়নি। এই চিঠি প্রকাশ্যে আসার পর স্বভাবতই ক্ষোভ বাড়ছে মৃত জোয়ানদের পরিবারের সঙ্গে সমগ্র দেশবাসীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =