কলকাতা: দলের বিরুদ্ধে একরাশ অভিমান নিয়ে সোমবারই দল ছেড়েছেন বিধায়ক তাপস রায়৷ এরপরই সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ। সেখানেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একেবারে ভিন্ন সুর শোনা গেল কুণালের গলায়।
তিন দিন আগেই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘রোজভ্যালির দালাল’ বলে চরম কটাক্ষ করেছিলেন কুণাল। মোদীর সঙ্গে তাঁর সেটিং রয়েছে বলে তোপ দাগতেও ছাড়েননি৷ কুণালের দাবি, ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার সময় সুদীপের যে খরচ হয়েছিল, সেই টাকা কোনও কয়লা পাচারকারী দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হোক৷ সেই কুণালই সোমবার জানালেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর৷ আজ সন্ধে ৭টায় সুদীপের বাড়িতে চা খেতে যাবেন৷
সুদীপ তালতলায় যে বাড়িটিতে থাকেন সেই বাড়ি নিয়েও কুণালের অভিযোগ রয়েছে৷ তাঁর কথায়, এটা স্কুলের বাড়ি, যা সুদীপ গায়ের জোরে দখল করে রয়েছেন। সোমবার সেখানেই বৈঠকে বসবেন কুণাল।
উত্তর কলকাতায় তৃণমূলের একটি বৈঠকে ডাক না পাওয়ায় চটেছিলেন কুণাল৷ সমস্ত দোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়েছিলেন। কিন্তু সোমবার ভিন্ন সুরে কুণাল বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, আমাকে যে বৈঠকে ডাকা হয়নি তা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমাকে ফোন করেছিলেন, আমি খুশি।’’