নয়াদিল্লি: কঠিন সময়ে সরকারের পাশে আছি। কাশ্মীরে জঙ্গি হামলার পর এ কথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন আগামী কয়েক দিন সরকারকে এই ঘটনার জন্য দায়ী করে কোনও বক্তব্য রাখবেন না কংগ্রেস।
তিনি বলেন এটা রাজনৈতিক বিতর্ক করার সময় নয়। অন্যকে দোষ দেওয়ার সময়ও নয়। দেশের কথা ভেবে পদক্ষেপ করার সময় উপস্থিত হয়েছে। শেষে আমি এটাই বলতে চাই যে শুধু কংগ্রেস নয় প্রায় সমস্ত বিরোধীরাই সরকারের পাশে আছে, দেশের সেনা বাহিনীর পাশে আছে। কিন্তু এখন অন্য কোনও আলোচনা করার সময় নয়। রাহুলের বার্তা আসার আগে থেকেই সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস । এআইসিসির মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিষেক মনু সিংভি টুইটারকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঘাত হেনেছেন,। তাদের দাবি নিরাপত্তা গাফিলতি জন্যই এত জনের প্রাণ গিয়েছে। কংগ্রেস সভাপতির এই বার্তার আসার পর দলীয় সতীর্থরাও যে সে রাস্তায় আর হাটবেন না সেটা বলাই যায়।