প্রত্যাঘাতের আশঙ্কায় সীমান্তে ট্যাংক মোতায়েন পাকিস্তানের

নয়াদিল্লি: কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-র কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় বিশ্ব দরবারে কার্যত কোণঠাসা পাকিস্তান। বিশ্বের সমস্ত দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। আর ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপর। ইতিমধ্যে যোগ্য জবাবের ইঙ্গিত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজনাথ সিং সবাই। ফলে এই হুঁশিয়ারিতে কার্যত ভীত পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছে তারা। আর সেই আশঙ্কা থেকেই সীমান্তে রণসজ্জা সাজাচ্ছে

প্রত্যাঘাতের আশঙ্কায় সীমান্তে ট্যাংক মোতায়েন পাকিস্তানের

নয়াদিল্লি: কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-র কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় বিশ্ব দরবারে কার্যত কোণঠাসা পাকিস্তান। বিশ্বের সমস্ত দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। আর ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপর। ইতিমধ্যে যোগ্য জবাবের ইঙ্গিত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজনাথ সিং সবাই। ফলে এই হুঁশিয়ারিতে কার্যত ভীত পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছে তারা। আর সেই আশঙ্কা থেকেই সীমান্তে রণসজ্জা সাজাচ্ছে ইসলামাবাদ।

জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে নাকি রণসজ্জা সাজাচ্ছে পাকিস্তান। সীমান্ত এলাকায় ৬০০ ট্যাংক মোতায়েন করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুধু তাই নয়, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত উচ্চপদস্থ অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। সীমান্ত এলাকাতেও পাকিস্তান রেঞ্জার্সকে হাই-অ্যালার্টে থাকতে বলা হয়েছে বলে খবরে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, ভারত পাকিস্তান সীমান্তে যে ট্যাংক পাকিস্তান সেনা মোতায়েন করেছে সেগুলি খুবই অত্যাধুনিক। সীমান্তের ওপার থেকে ছোঁড়া গোলা-বারুদ সীমান্তের এপারে ৩ থেকে ৪ কিমি পর্যন্ত আসতে পারে। এমনকি, মিসাইলও সেগুলি থেকে ছোঁড়া যায় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার পরেই ভারতীয় সেনাকে সবধরণের পরিস্থিতির জন্যে তৈরি থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় যে সমস্ত সেনা-জওয়ান অপারেশনে রয়েছেন তাঁদেরকেও হাই-অ্যালার্টে থাকতে বলা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *