১৩ কোটি নতুন ভোটার ধরতে নয়া কৌশল রাহুল-প্রিয়াঙ্কার

নয়াদিল্লি: বান্দে মে হ্যায় দম, সাথ চলেঙ্গে হাম কিংবা আব ইসবার সোচ সমঝকে। বাছাই করা এমন সাতটি ট্যাগলাইন নিয়ে মার্চের গোড়া থেকেই প্রচারে নামতে চলেছে কংগ্রেস৷ এবার তাদের প্রচারে জোর বিজেপি সরকারের ব্যর্থতা, প্রতিশ্রুতি আর ধোঁকাবাজির ওপর৷ হিন্দু সংবাদপত্র জানাচ্ছে, অক্টোবর থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ লিও বেনেট, নিকসুন, এফসিবি-উলকা, পারসেপ্ট, ডিজাইন বক্সড, ক্রেয়নসের

১৩ কোটি নতুন ভোটার ধরতে নয়া কৌশল রাহুল-প্রিয়াঙ্কার

নয়াদিল্লি: বান্দে মে হ্যায় দম, সাথ চলেঙ্গে হাম কিংবা আব ইসবার সোচ সমঝকে। বাছাই করা এমন সাতটি ট্যাগলাইন নিয়ে মার্চের গোড়া থেকেই প্রচারে নামতে চলেছে কংগ্রেস৷ এবার তাদের প্রচারে জোর বিজেপি সরকারের ব্যর্থতা, প্রতিশ্রুতি আর ধোঁকাবাজির ওপর৷

হিন্দু সংবাদপত্র জানাচ্ছে, অক্টোবর থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ লিও বেনেট, নিকসুন, এফসিবি-উলকা, পারসেপ্ট, ডিজাইন বক্সড, ক্রেয়নসের মতো বড় বড় বিজ্ঞাপন সংস্থাগুলির তরফে প্রচারের জন্য ৩০ ও ৩১ জানুয়ারি এ কে অ্যান্টনির নেতৃত্বে গঠিত কোর কমিটির সামনে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। ২০০৪ সালে কংগ্রেস লিও বেনেটের সাহায্যে প্রচারে আম আদমি এন অটলবিহারীর ইন্ডিয়া সাইনিংয়ের প্রচার ভোঁতা করে দিয়েছিল। ২০১৪ সালে জাপানি সংস্থা দেন্তসু কংগ্রসের ৫০০ কোটির নির্বাচনী প্রচার সামলেছিল।

বিশেষকরে, ১৩ কোটি নতুন ভোটারদের দিকেই নজর কংগ্রেসের। সারা দেশে একই সুত্রের প্রচারে নামবে কংগ্রেস। গত লোকসভা ভোটে বিজেপির তুলনায় সোশাল মিডিয়ার ব্যবহারে পিছিয়ে ছিল তারা। এবার জোর থাকছে সেদিকেও। সেজন্য একটি ডিজিটাল মিডিয়া কোম্পানিকে ভাড়া করা হচ্ছে। নিউইয়র্কের গুটেনবার্গ এবং এদেশের সিলভার পুশ ইতিমধ্যেই তাদের প্রজেন্টেশন জমা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *