কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী ঘোষণা মায়াবতী-অখিলেশের

লখনউ: ঘোষণা আগেই হয়ে গিয়েছিল, এ বার তাতে সিলমোহর দিলেন মায়াবতী-অখিলেশ৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার বহু আগেই উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করে দিল মায়াবতী-অখিলেশের বসপা-সপা জোট৷ কংগ্রেসের জন্য অমেঠি, রায়বরেলী বাদ রেখে এবং অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের জন্য তিনটি আসন রেখে বাকি ৭৫টি আসনের জন্য ঘোষণা করে দেওয়া হলো প্রার্থীতালিকা৷ উত্তরপ্রদেশে মোট ৮০টি আসন

কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী ঘোষণা মায়াবতী-অখিলেশের

লখনউ: ঘোষণা আগেই হয়ে গিয়েছিল, এ বার তাতে সিলমোহর দিলেন মায়াবতী-অখিলেশ৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার বহু আগেই  উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করে দিল মায়াবতী-অখিলেশের বসপা-সপা জোট৷ কংগ্রেসের জন্য অমেঠি, রায়বরেলী বাদ রেখে এবং অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের জন্য তিনটি আসন রেখে বাকি ৭৫টি আসনের জন্য ঘোষণা করে দেওয়া হলো প্রার্থীতালিকা৷

উত্তরপ্রদেশে মোট ৮০টি আসন আছে৷ তার মধ্যে ৭৫ টি আসনের ব্যাপারে আজ ঘোষণা হয়েছে৷ এর মধ্যে ৩৮টি আসনে লড়বে মায়াবতী এবং ৩৭টি লড়বে সমাজবাদী পার্টি৷ এর মধ্যে ৩৮টি আসনে লড়বে মায়াবতী এবং ৩৭টি লড়বে সমাজবাদী পার্টি। এর বাইরে অমেঠি এবং রায়বরেলি এই দুটি আসন কংগ্রেসের ছেড়ে রাখা হয়েছে। বাকিটা অজিত সিংযের দল রাষ্ট্রীয় লোক দলের জন্য রেখে দেওয়া হয়েছে। এই ঘোষণার সঙ্গেই স্পষ্ট হয়ে গেল দেশের সবচেয়ে বড় রাজ্যে লড়াইটা হবে তিন পক্ষের মধ্যে। প্রিয়াঙ্কা গান্ধীকে সংগঠনে নিয়ে এসে উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে কংগ্রেস৷

দায়িত্ব বুঝে নিয়েই কাজ শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা। গত সপ্তাহে পর পর দুদিন কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে সারারাত বৈঠক করেন প্রিয়াঙ্কা। দলের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের দায়িত্ব নিয়েছেন সম্প্রতি। তারপর দলের নেতা-কর্মীদের সঙ্গে টানা একদিন ১৬ ঘণ্টা ও পরের দিন ১৫ ঘণ্টা বৈঠক করেন প্রিয়াঙ্কা। বৈঠকে জেলার সভাপতি ছাড়াও কংগ্রেসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন। গান্ধী পরিবারের দীর্ঘদিনের আসন অমেঠি এবং রায়বরেলীতে দলের কাজ সামলে চালা নেতারাও হাজির ছিলেন। কয়েক দিন আগে লখনউয় যান প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। সেদিন রোড শো করেন দু’জন। তার আগে খাতায় কলমে রাজনৈতিক জীবন শুরুর আগে পরিবর্তনের বার্তা দেন প্রিয়াঙ্কা। শক্তি অ্যাপের মাধ্যমে সমর্থকদের প্রিয়াঙ্কা বলেন, আমি চাই আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে একটা পরিবর্তন আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =