গীতার প্রসঙ্গ তুলে ‘শান্তি’ সম্মান দেশকে উৎসর্গ মোদির

সিওলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অর্থনৈতিক উন্নতিতে বিশেষ অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে৷ এদিন শান্তি পুরস্কার পাওয়ার পর গীতার প্রসঙ্গ তুলে বিশ্বকে শান্তির বার্তা দেন নমো৷ বলেন, ‘‘এই পুরস্কার আমার জন্য নয়, এটা আমার দেশের প্রতিটি জনগণের জন্য৷ যাঁরা দেশকে ভালোবাসেন, যাঁরা দেশের শান্তি রক্ষার জন্য আত্মত্যাগ করছেন৷ আজ এই

23a2506ecba0f33e5992171af2f064e8

গীতার প্রসঙ্গ তুলে ‘শান্তি’ সম্মান দেশকে উৎসর্গ মোদির

সিওলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অর্থনৈতিক উন্নতিতে বিশেষ অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে৷

এদিন শান্তি পুরস্কার পাওয়ার পর গীতার প্রসঙ্গ তুলে বিশ্বকে শান্তির বার্তা দেন নমো৷ বলেন, ‘‘এই পুরস্কার আমার জন্য নয়, এটা আমার দেশের প্রতিটি জনগণের জন্য৷ যাঁরা দেশকে ভালোবাসেন, যাঁরা দেশের শান্তি রক্ষার জন্য আত্মত্যাগ করছেন৷ আজ এই পুরস্কার দেশের গণতন্ত্রের জন্য৷’’

দেশের আর্থিক বৃদ্ধি, মানব উন্নয়ন সূচকে উন্নতি, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ভারতে দুর্নীতি রুখতে ও সামাজিক ঐক্যকরণের মাধ্যমে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

নোটবাতিল সহ বিভিন্ন দুর্নীতি বিরোধী পদক্ষেপের মাধ্যমে সরকারকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে পুরস্কার কমিটি। বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাতে ‘মোদি ডকট্রিন’ ও ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ সহ মোদির বিভিন্ন বৈদেশিক নীতিরও প্রশংসা করেছে কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *