তিন তালাক নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: তাৎক্ষণিক তিন তালাকের রীতি পালন করলে তা মুসলিম পুরুষদের ক্ষেত্রে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই মর্মে বৃহস্পতিবার ফের অধ্যাদেশ আনল কেন্দ্রীয় সরকার। গত একবছরে এ নিয়ে তৃতীয়বার এই অধ্যাদেশ আনল সরকার। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্য মুসলিম ওমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) সেকেন্ড অর্ডিন্যান্স, ২০১৯-এ ইতিমধ্যেই সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ

66a841997ce2a1c5d26da880eef68cc6

তিন তালাক নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: তাৎক্ষণিক তিন তালাকের রীতি পালন করলে তা মুসলিম পুরুষদের ক্ষেত্রে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই মর্মে বৃহস্পতিবার ফের অধ্যাদেশ আনল কেন্দ্রীয় সরকার। গত একবছরে এ নিয়ে তৃতীয়বার এই অধ্যাদেশ আনল সরকার।

কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্য মুসলিম ওমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) সেকেন্ড অর্ডিন্যান্স, ২০১৯-এ ইতিমধ্যেই সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, তাৎক্ষণিক তিন তালাকের মাধ্যমে স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ বেআইনি হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট মুসলিম পুরুষকে এর জন্য তিনবছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *