জঙ্গি হামলার পর কী করছিলেন মোদি-রাহুল? শুরু বিতর্ক

নয়াদিল্লি: পুলওয়ামার জঙ্গি হানার এক সপ্তাহ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীকে ‘প্রাইম টাইম মিনিস্টা’র বলে কটাক্ষ করেন তিনি। আর তাঁর সরকারকে ফটো শ্যুট সরকার বলে অভিহিত করেন রাহুল। টুইটে কংগ্রেস সভাপতি বলেন, জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি জওয়ানের মৃত্যুর খবর পাওয়ার তিন ঘণ্টা শুটিং করছিলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ

f4fde61a6f2b2a9039b2eb7af5fd5b98

জঙ্গি হামলার পর কী করছিলেন মোদি-রাহুল? শুরু বিতর্ক

নয়াদিল্লি: পুলওয়ামার জঙ্গি হানার এক সপ্তাহ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীকে ‘প্রাইম টাইম মিনিস্টা’র বলে কটাক্ষ করেন তিনি। আর তাঁর সরকারকে ফটো শ্যুট সরকার বলে অভিহিত করেন রাহুল। টুইটে কংগ্রেস সভাপতি বলেন, জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি জওয়ানের মৃত্যুর খবর পাওয়ার তিন ঘণ্টা শুটিং করছিলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ যখন শোকে কাতর তখন প্রধানমন্ত্রী লেকে ফটো শুটে করতে ব্যস্ত।

পাল্টা রাহুলকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর শুটিং করা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী আসলে প্রত্যেকটি মিনিটের খবর নিচ্ছিলেন। এ কথা বলে রাহুলকে নিশানা করতে খবরের কাগজের একটি কাটিং পোস্ট করেন সাংসদ। তাতে বলা হয়েছে মুম্বই হামলার পর পার্টি করেছিলেন রাহুল গান্ধী।

দেশ যখন পুলওয়ামা হামলার শোকপালন করছে, তখন জিম করবেট পার্কে “প্রোমোশনাল ফিল্ম”র শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করে কংগ্রেস। দলের তরফে বৃহস্পতিবার এই অভিযোগ করার কয়েকঘন্টা পরেই তা খণ্ডন করে একটি সরকারি সূত্র জানায়, খারাপ আবহাওয়া এবং নেটওয়ার্কের সমস্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২৫ মিনিট দেরীতে পৌঁছেছিল পুলওয়ামা হামলার খবর। দেরাদুনে পৌঁছান প্রধানমন্ত্রী, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেখানে ৪ ঘণ্টা আটকে পড়েন। সকাল ১১.১৫ নাগাদ জিম করবেট পার্কে পৌঁছে সেখানে একটি টাইগার সাফারি, একটি ইকো-ট্যুরিজম জোন ও উদ্ধারকেন্দ্রের উদ্বোধন করেন তিনি৷ এরপর ধিকালার কালাগড় থেকে মোটরবোটে চড়েন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *