নয়াদিল্লি: আসছে নির্বাচন৷ হাতে মাত্র আর কেয়কটা দিন৷ দিল্লি দখলের লক্ষ্যে আগামী শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মহারাষ্ট্রের ধুলে থেকে প্রচার শুরু করতে চলেছে তিনি৷ কিন্তু, কেন এই কেন্দ্র থেকেই প্রথম প্রচার শুরু করতে চাইছেন রাহুল?
Congress President Rahul Gandhi to start his Lok Sabha campaign from Dhule, Maharashtra on March 1. pic.twitter.com/Y5lEwYlaLr
— ANI (@ANI) February 23, 2019
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারনা, এমনিতেই মহারাষ্ট্রের ধুলেতে বেশ শক্তিশালী বিজেপি৷ তবে, বিজেপির শক্তিশালী হলেও গেরুয়া শিবিরের গালার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শিবসেনা৷ শক্তি বাড়িয়ে চলেছে সপা ও এআইএমআইএমও৷ মনে করা হচ্ছে, বিজেপির দুর্গে ঢুকে প্রচার শুরু করে লড়াইয়ের বার্তা দিতে দিতে চলছেন রাগুল গান্ধী৷ প্রচারে উঠে আসতে পারে বিজেপির শরিক শিবসেনার সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ৷