কারখানায় বিস্ফোরণ, মৃত মালদহের ৮ শ্রমিক

লখনউ: উত্তরপ্রদেশের একটি বাজি কারখানায় কাজ করতে গিয়ে মৃত মালদহের ৯ জন শ্রমিক। জানা গিয়েছে, ওই বাজি কারখানায় আজ সকালে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে প্রায় ১৬ জন মৃত্যু হয়েছে। মৃতেদের অধিকাংশই মালদহের মানিকচক এলাকার এনায়েতপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিল্ডিংটাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে আশপাশের আরও

কারখানায় বিস্ফোরণ, মৃত মালদহের ৮ শ্রমিক

লখনউ: উত্তরপ্রদেশের একটি বাজি কারখানায় কাজ করতে গিয়ে মৃত মালদহের ৯ জন শ্রমিক। জানা গিয়েছে, ওই বাজি কারখানায় আজ সকালে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে প্রায় ১৬ জন মৃত্যু হয়েছে। মৃতেদের অধিকাংশই মালদহের মানিকচক এলাকার এনায়েতপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিল্ডিংটাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে আশপাশের আরও তিনটি বাড়িও। ওই কার্পেট কারখানায় বেআইনি ভাবে বাজিও তৈরি হত বলে সূত্রের খবর। কারখানার ভেতরে অনেক বাজি মজুত করা ছিল। সেখানে আগুন লেগেই এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ১০টি মৃতদেহের মধ্যে ৯টিই এ রাজ্যের মালদা জেলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =