এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণের হুমকি, জারি সতর্কতা

মুম্বই: পুলওয়ামা হামলার পর এবার বিমান অপহরণের হুমকি ফোনে তোলপাড় মুম্বই৷ বিমান অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে বলে শনিবার মুম্বইয়ের কন্ট্রোল রুমে একটি ফোন আসে৷ ফোনে হুমকি আসা মাত্রই নড়েচড়ে সবে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ নিরাপত্তা জোরদার করা হয়৷ দেশের সমস্ত বিমানবন্দরে সতর্কতাও জারি করা হয় বলে খবর৷ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফ থেকে শনিবার

এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণের হুমকি, জারি সতর্কতা

মুম্বই: পুলওয়ামা হামলার পর এবার বিমান অপহরণের হুমকি ফোনে তোলপাড় মুম্বই৷ বিমান অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে বলে শনিবার মুম্বইয়ের কন্ট্রোল রুমে একটি ফোন আসে৷ ফোনে হুমকি আসা মাত্রই নড়েচড়ে সবে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ নিরাপত্তা জোরদার করা হয়৷ দেশের সমস্ত বিমানবন্দরে সতর্কতাও জারি করা হয় বলে খবর৷

ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফ থেকে শনিবার এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মুম্বইয়ের এয়ার ইন্ডিয়ার অপারেশন কন্ট্রোল সেন্টারে এসেছে হুমকি ফোন৷ বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে৷ তার জেরে টার্মিনালে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকছে৷ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে সমস্ত গাড়ি। যাত্রীদের চেকিং বাড়ানো হয়েছে। শুধু সিসিটিভি নয়, ম্যানুয়াল সারভিলেন্স বা নজরদারিও জোরদার করা হয়েছে৷

১৯৯৯ সালে কান্দাহার বিমান হাইজ্যাক করা হয় ভারতীয় বিমান৷ ১৭০ জন যাত্রীর প্রাণ বাঁচাতে ভারত ছেড়ে দিতে বাধ্য হয়েছিল মাসুদ আজহারকে৷ সেই মাসুদ আজহারই পুলওয়ামাকাণ্ডের মূল চক্রী৷ ওই ঘটনা মনে করিয়ে দিয়ে এদিন বিমান অপহরণের হুমকি দেওয়া হয় বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *