এবার মোদীর কাজে নামানো হচ্ছে বিমান সেবিকাদের, কেন জানেন?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন এসে গিয়েছে। এবারে বিমানে যাত্রীদেরও হাতে হাতে ধরিয়ে দেওয়া হবে মোদী জমানার ‘সাফল্যের’ খতিয়ান! বিভিন্ন রাজনৈতিক দল যেমন রাস্তায় তাদের বক্তব্য নিয়ে প্রচারপত্র বিলি করে, ঠিক সেই ঢঙেই বিমানসেবিকাদের মাধ্যমে প্রচার করা হবে মোদীর বার্তা! দেশের সমস্ত বিমান পরিষেবা সংস্থাকে এভাবে মোদীর হয়ে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী সুরেশ

এবার মোদীর কাজে নামানো হচ্ছে বিমান সেবিকাদের, কেন জানেন?

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন এসে গিয়েছে। এবারে বিমানে যাত্রীদেরও হাতে হাতে ধরিয়ে দেওয়া হবে মোদী জমানার ‘সাফল্যের’ খতিয়ান! বিভিন্ন রাজনৈতিক দল যেমন রাস্তায় তাদের বক্তব্য নিয়ে প্রচারপত্র বিলি করে, ঠিক সেই ‌ঢঙেই বিমানসেবিকাদের মাধ্যমে প্রচার করা হবে মোদীর বার্তা!

দেশের সমস্ত বিমান পরিষেবা সংস্থাকে এভাবে মোদীর হয়ে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী সুরেশ প্রভু! বিমান পরিষেবা সংস্থাগুলির কাছে এব্যাপারে ‘অনুরোধ’ জানিয়ে মন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন, তা উল্লেখ করেই সংবাদসংস্থা পিটিআই এই খবর দিয়েছে।

মোদী সরকারের কি কি ‘সাফল্য’ প্রচার করতে হবে, চিঠিতে তা এক দুই করে জানানো হয়েছে। তাতে যেমন মোদী জমানায় বিমান পরিবহণের উন্নতির কথা বলা আছে, তেমনি দেশে কিভাবে ‘আচ্ছে দিন’ আনা হয়েছে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। মোদী জমানাতেই এবারে প্রথম সরকারি-বেসরকারি সংস্থার বিমানকর্মীদের এভাবে সরাসরি সরকারি দলের নির্বাচনী প্রচারের কাজে নামানো হচ্ছে। নির্বাচন ঘোষণার আগেই প্রচারের কাজ সেরে ফেলতে চাইছে বিমানমন্ত্রক।

বিভিন্ন বিমান পরিষেবা সংস্থাকে মন্ত্রকের তরফে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, মন্ত্রীর নির্দেশে পাঠানো এই চিঠি ফেলে রাখলে হবে না। সেবিকারা প্রতিদিন কতজন যাত্রীর হাতে এই চিঠি তুলে দিচ্ছেন তার হিসাবও মন্ত্রকে পাঠাতে হবে। মন্ত্রী সুরেশ প্রভুর রঙিন ছবি দিয়ে দামি কাগজে ঝকঝকে ছাপা চিঠি। শিরোনাম, ‘মূল সাফল্য ও উদ্যোগ বিমান পরিষেবা মন্ত্রীর’। চিঠিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও উপযুক্ত নেতৃত্বে দেশের দারুণ উন্নতি হয়েছে। বিমান পরিষেবায় দ্রুত অগ্রসর দেশগুলির মধ্যে ভারত অন্যতম স্থান নিয়েছে। ভারতে অসামরিক বিমান পরিষেবা নীতি, ২০১৬ গ্রহণ করা হয়েছে। রাজ্যে রাজ্যে বিমান যোগাযোগ বাড়ানো হয়েছে। পরবর্তী প্রজন্মের বিমান বন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে এখন ১০০টি বিমানবন্দর চালু আছে। আরও ৬টি বিমানবন্দর পিপিপি মডেলে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *