কলকাতা: রাজনৈতিক উদ্দেশ্যে আয়ুষ্মান ভারতকে ব্যবহার করা হচ্ছে রাজ্যে। এই অভিযোগ তুলে আয়ুষ্মান ভারত-স্বাস্থ্যসাথী মউ থেকে বেরিয়ে এসেছে রাজ্য। কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলার এতদিনকার স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সাড়ে সাত কোটি রাজ্যবাসীর স্বাস্থ্যবিমা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
এমন একটা পরিস্থিতিতে আগের মউ অনুযায়ী রাজ্যকে দেওয়া ১৯২ কোটি টাকা ফেরত চাইল কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। যদিও প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে স্বাস্থ্যসচিব রাজীব সিনহা ফোন ধরেননি।