নয়াদিল্লি: রেল রোকোর ক্ষেত্রে এবার আরও বেশি কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে রেল রোকোর ঘটনা এবং তার ফলে রেলের সম্পত্তি নষ্টের কারণে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত কারাদণ্ডের নিদান রয়েছে। সেটি বৃদ্ধি করে অন্তত চার বছর পর্যন্ত করতে চাইছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।
এই মর্মে তারা নির্দিষ্ট করে প্রস্তাবও পাঠিয়েছে। এমনকী গত তিন বছরে রেল রোকোর ঘটনায় গ্রেপ্তারের সংখ্যাও লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত দায়ের হওয়া অভিযোগের সংখ্যাও তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। আরপিএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) অরুণ কুমার জানিয়েছেন, সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি করতে চেয়ে আমরা ইতিমধ্যেই প্রস্তাব জমা দিয়েছি। সম্ভবত নতুন লোকসভা গঠিত হওয়ার পর যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে, তাতে এটি নিয়ে আলোচনা হবে।