নয়াদিল্লি: গুগলের মূল সংস্থা Alphabet -এর ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব-এর সিইও পদ থেকে সদ্যই ইস্তফা দিয়েছেন সুজান ওজস্কি। একটি ব্লগ পোস্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি৷ তিনি ইস্তফা দিতেই কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন সিইও পদে দায়িত্ব গ্রহণ করেন। বছর ৪৯-এর নীল ভারতীয় বংশোদ্ভূত৷ তিনি গত ১৫ বছর ধরেই ওজস্কির সঙ্গে কাজ করেছেন এবং তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত। ওজস্কি পদত্যাগ করতেই তাঁর পদে দায়িত্ব নেন নীল মোহন৷ এর আগে মাইক্রোসফটেও কাজ করেছেন নীল৷ এছাড়া জেনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি ২৩এন্ডমির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন- এখনও পলিসির সঙ্গে প্যান সংযোগ করেননি? সময় বেঁধে দিল LIC, কী ভাবে করবেন সংযোগ?
নীল মোহন কে?
২০১৫ সাল থেকে চিফ প্রোডাক্ট অফিসার হিসাবে কাজ করা নীল মোহন আগে গুগলেও কাজ করেছেন। ২০০৮ সাল থেকে তিনি গুগলের সঙ্গে যুক্ত ছিলেন৷
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক নীল মোহন কর্পোরেট স্ট্র্যাটেজি ম্যানেজার হিসাবে আগে মাইক্রোসফটেও কাজ করেছেন। গুগলের আগে নীল DoubleClick নামে একটি অনলাইন বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন। ২০০৭ সালে ওই সংস্থাটি অধিগ্রহণ করে নেয় গুগল।
আনুষ্ঠানিকভাবে সিইও ঘোষণার পর নীল মোহন টুইট করে বলেন, “সুজান ওজস্কিকে ধন্যবাদ জানাই। বছরের পর বছর ধরে আপনার সঙ্গে কাজ করাটাই দুর্দান্ত অভিজ্ঞতা। আপনি Youtube-কে ক্রিয়েটর এবং দর্শকদের জন্য অসাধারণ করে তুলেছেন। আমি এই দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ মিশন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উত্তেজিত।”
তবে শুধু ইউটিউব নয়, বর্তমানে পৃথিবীর নামীদামি বিভিন্ন সংস্থার মাথায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। ইউটিউব, মাইক্রোসফ্টের পাশাপাশি তালিকায় রয়েছে আইবিএম, স্টারবাক্সের মতো সংস্থার নামও। বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত সিইওদের সেই তালিকায় নবতম সংযোজন হলেন নীল মোহন।
গুগল: গুগল হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘সার্চ ইঞ্জিন’। এই সংস্থার সিইও পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। ৫০ বছর বয়সি সুন্দরের জন্ম তামিলনাড়ুর মাদুরাইয়ে।
মাইক্রোসফ্ট: মাইক্রোসফ্ট হল বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সফ্টওয়্যার বিক্রেতা। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফটের সিইও পদে নিয়োগ করা হয় সত্য নাদেলাকে। সত্যর জন্ম হায়দরাবাদে৷ তবে বর্তমানে তিনি আমেরিকার বাসিন্দা।
অ্যাডোবি: অ্যাডোবি একটি আমেরিকার বহুজাতিক কম্পিউটার সফ্টওয়্যার কোম্পানি। এই সংস্থার সিইও পদে রয়েছেন শান্তনু নারায়ণ।
আইবিএম: কম্পিউটার হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার তৈরি করা বহুজাতিক আইবিএম সংস্থার সিইও এবং চেয়ারম্যানের পদে রয়েছেন আরও এক ভারতীয়৷ তিনি অরবিন্দ কৃষ্ণ।
স্টারবাক্স: ২০২২ সালে বিশ্বের তাবড় তাবড় সংস্থাগুলিতে থাকা ভারতীয় বংশোদ্ভূতদের তালিকায় নাম লেখান লক্ষ্মণ নরসিংহ৷ গত বছর বিশ্বের সবচেয়ে বড় কফি শপের সংস্থা স্টারবাক্সের সিইও পদে দায়িত্ব নেন লক্ষ্মণ।
শ্যানেল: এটি একটি বিলাসবহুল ফরাসি প্রসাধনী সংস্থা। এই সংস্থার সিইও পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লীনা নায়ার।
বাটা: বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা-র সিইও পদে আছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত সন্দীপ কাটারিয়া। ২০২১ সালের অগাস্ট মাসে বাটা গোষ্ঠীর সিইও পদে নিযুক্ত হন তিনি৷
ভিএমওয়্যার: ভিএমওয়্যার হল একটি মার্কিন ‘ক্লাউড কম্পিউটিং’ এবং তথ্যপ্রযুক্তি সংস্থা। ২০২১ সালের মে মাসে এই সংস্থার সিইও পদে বেছে নেওয়া হয় ভারতীয় বংশোদ্ভূত রঘু রঘুরামকে।
এ ছাড়াও অন্যান্য ভারতী বংশোদ্ভূত সিইওদের মধ্যে রয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্য এবং ওষুধের খুচরা বিক্রেতা ‘অ্যালবার্টসন্স’-এর সিইও বিবেক শঙ্করণ, সুইৎজারল্যান্ডের স্বাস্থ্যপরিচর্যা সংস্থা ‘নোভারটিস’-এর সিইও বসন্ত নরসিংহ, আমেরিকার কম্পিউটার নেটওয়ার্কিং কোম্পানি ‘আরিস্তা’-র সিইও জয়শ্রী উল্লাল, তথ্যপ্রযু্ক্তি সংস্থা ‘নেটঅ্যাপ’-এর সিইও জর্জ কুরিয়ান, আমেরিকার ভিডিয়ো শেয়ার করার প্ল্যাটফর্ম ভিমিয়ো-র সিইও অঞ্জলি সুদ, কুরিয়ার সংস্থা ফেডএক্স-এর সিইও রাজ সুব্রহ্মণ্যম এবং বিজ্ঞাপনী সংস্থা ওগিলভি-র সিইও দেবিকা বুলচন্দানি।