কত দফায় হতে পারে এবার নির্বাচন? কী ব্যবস্থা থাকছে বাংলায়?

কলকাতা: আসছে ভোট৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন৷ প্রস্তুতিও প্রায় শেষ৷ কিন্তু, দিন ঘোষণা হওয়ার আগে কত দফায় হবে এবারের লোকসভার নির্বাচন? শুরু হয়েছে জল্পনা৷ সূত্রের খবর, এবার খুব সম্ভবত সাত বা তারও বেশি দফায় বাংলায় ভোট করাতে পারে কমিশন৷ ভোটে বিশেষ নজর থাকছে রাজ্যের উপর৷ বাংলায় বেশ

কত দফায় হতে পারে এবার নির্বাচন? কী ব্যবস্থা থাকছে বাংলায়?

কলকাতা: আসছে ভোট৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন৷ প্রস্তুতিও প্রায় শেষ৷ কিন্তু, দিন ঘোষণা হওয়ার আগে কত দফায় হবে এবারের লোকসভার নির্বাচন? শুরু হয়েছে জল্পনা৷ সূত্রের খবর, এবার খুব সম্ভবত সাত বা তারও বেশি দফায় বাংলায় ভোট করাতে পারে কমিশন৷

ভোটে বিশেষ নজর থাকছে রাজ্যের উপর৷ বাংলায় বেশ কিছু কড়াকড়িও করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর৷
সূত্রের খবর, এবারের লোকসভা নির্বাচনের আগে ভিন রাজ্য থেকে প্রচুর আইএএস ও আইপিএস কর্তাকে বাংলায় আনা হতে পারে৷ অবজার্ভার ও পুলিশ অবজার্ভার হিসাবে তাঁদের নিয়োগ করারও পরিকল্পনা রয়েছে বলেও কমিশন সূত্রে খবর৷

গত তিনটি লোকসভা ভোটের ক্ষেত্রে মোটামুটি ভাবে মার্চ মাসের ৫ তারিখের মধ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল৷ মনে করা হচ্ছে এবার একটু আগেই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ৷ তবে ভোটের নির্ঘণ্ট যেদিনই ঘোষণা হোক, কমিশন সূত্রে বলা হচ্ছে, বাংলায় এ বার অবাধ ভোট করানোর চ্যালেঞ্জ নিয়েছে কমিশন৷ এমনিতেই লোকসভা ভোটে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এ বার আগের থেকেও বেশি সিআরপিএফ মোতায়েন করা হতে পারে বলে জানান গিয়েছে৷

স্পর্শকাতর বুথ এলাকায় ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে রীতিমতো ১৪৪ ধারা জারি করে দিতে পারে কমিশন৷ সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং ভোটারকে যাতে কেউ ধমকে চমকে বুথ পর্যন্ত যাওয়া বন্ধ করতে না পারে তা সুনিশ্চিত করতে পাড়ায় পাড়ায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী৷ তা ছাড়া প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু একজন করে পুলিশ অবজার্ভার নিয়োগ করা হবে বলেও কমিশন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =