ভোটের আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ডেকে পাঠাল সংসদীয় কমিটি

নয়াদিল্লি: ভোট আসছে৷ ভোটের আগে বেলাগাম সোশ্যাল মিডিয়াকে বাগে আনতে একলপ্তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পদস্থ আধিকারিকদের ডেকে পাঠাল সংসদীয় কমিটির৷ জানা গিয়েছে, আগামী ৬ মার্চের মধ্যে IT সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে হাজিরা দিতে হবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পদস্থ আধিকারিকদের৷ কিন্তু, কেন এই সিদ্ধান্ত? মনে করা হচ্ছে, বেলাগাম সোশ্যাল মিডিয়ায় গুজব ও নির্বাচনি প্রচারে

96837ca2fa2b4779b6860de88757c6f3

ভোটের আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ডেকে পাঠাল সংসদীয় কমিটি

নয়াদিল্লি: ভোট আসছে৷ ভোটের আগে বেলাগাম সোশ্যাল মিডিয়াকে বাগে আনতে একলপ্তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পদস্থ আধিকারিকদের ডেকে পাঠাল সংসদীয় কমিটির৷ জানা গিয়েছে, আগামী ৬ মার্চের মধ্যে IT সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে হাজিরা দিতে হবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পদস্থ আধিকারিকদের৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? মনে করা হচ্ছে, বেলাগাম সোশ্যাল মিডিয়ায় গুজব ও নির্বাচনি প্রচারে লাগাম টানতে বেশ কিছু বিধিনিষেধ চাপাতে পারে সংসদীয় কমিটি৷ সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর৷

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে তলব করার আগে সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখার ব্যাপারে আলোচনার জন্য একই ভাবে টুইটারের সিইও সহ সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের তলব করে সংসদীয় কমিটি।

সংসদীয় কমিটির এক সদস্যকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, যতক্ষণ না টুইটারের একেবারের উচ্চস্তরের কর্তারা কমিটির সঙ্গে আলোচনায় না বসছেন, ততক্ষণ সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে অন্য কোনও টুইটার কর্তার সঙ্গে দেখা করা হবে না। পরে টুইটার ইন্ডিয়ার কয়েকজন সদস্য সংসদে গিয়ে আলোচনার করেন৷ কিন্তু, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়৷

গত ৭ ফেব্রুয়ারি বৈঠকের জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে টুইটারকে চিঠি পাঠানো হয়৷ কিন্তু, ‘এত কম সময়ের মধ্যে আলোচনার পরিসর প্রস্তুত করা কঠিন’ বলে দাবি করেন টুইটার কর্তা। এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের তরফে কী করা হয়, সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *