কাশ্মীরিদের মানবাধিকার রক্ষায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

শ্রীনগর: জম্মু কাশ্মীরে কর্তব্যরত সশস্ত্র বাহিনীর মানবাধিকার রক্ষা করতে কেন্দ্রকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। সোমবার দুই জওয়ানের মেয়ের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কর্তব্যরত সিআরপিফ জওয়ান সহ অন্যান্য সেনাদের মানবাধিকার রক্ষা করার জন্য কেন্দ্র সহ, জম্মু কাশ্মীরা সরকার, প্রতিরক্ষা মন্ত্রককেও নোটিস পাঠায়। ১৯ বছরের প্রীতি গোখেল ও ২০ বছরের কাজল মিশ্রের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম

কাশ্মীরিদের মানবাধিকার রক্ষায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

শ্রীনগর: জম্মু কাশ্মীরে কর্তব্যরত সশস্ত্র বাহিনীর মানবাধিকার রক্ষা করতে কেন্দ্রকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। সোমবার দুই জওয়ানের মেয়ের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কর্তব্যরত সিআরপিফ জওয়ান সহ অন্যান্য সেনাদের মানবাধিকার রক্ষা করার জন্য কেন্দ্র সহ, জম্মু কাশ্মীরা সরকার, প্রতিরক্ষা মন্ত্রককেও নোটিস পাঠায়।

১৯ বছরের প্রীতি গোখেল ও ২০ বছরের কাজল মিশ্রের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও সঞ্জীব খান্নার বেঞ্চ এই নোটিস পাঠায়। এদিন আবেদনকারীদের আইনজীবী আদালতে জানায় যে জম্মু কাশ্মীরে শান্তি স্থাপনের জন্য সে রাজ্যে সেনা পাঠায় কেন্দ্র।

অথচ কর্তব্যরত সেই সেনাদের লক্ষ্য করে দুস্কৃতীরা পাথর ছোঁড়ে বা আক্রমণ করে তখন তাঁদের মানবাধিকার রক্ষা করার জন্য কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনও ভূমিকা নেওয়া হয়না। কেন সেনাদের মানবাধিকার রক্ষা করা হয়না বলেও প্রশ্ন তোলেন আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতেই এদিন আদালত এই সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − three =