নয়াদিল্লি: রেলের খাবার নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না অভিযোগ। অনেক সময় মোটা টাকা দিয়েও উন্নত মানের খাবার পাওয়া যায় না বলে অভিযোগ করে থাকেন যাত্রীরা। এই পরিস্থিতির মোকাবিলা এবং যাত্রীদের খাবারের মান নিয়ে আশ্বস্ত করতে নয়া উদ্যোগ নিল রেল।
সোমবার নয়াদিল্লির রেলভবনে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, রেলের রান্নাঘরে খাবার তৈরির লাইভ ভিডিও এবার যাত্রীরাও দেখতে পাবেন। রেলের নিজস্ব পোর্টাল ‘দৃষ্টি’র ড্যাশবোর্ডে থাকবে সে লাইভ ভিডিও দেখার অপশন। আইআরসিটিসির কিচেন থেকে সরাসরি ওই খাবার তৈরির ভিডিও দেখা যাবে। তবে তার আগে যাত্রীদের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে অ্যাপটি।