দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক: পাক ড্রোনকে গুলি করে নামানো সেনা

গুজরাটের কচের কাছে আন্তজার্তিক সীমান্ত এলাকা থেকে একটি পাকি ড্রোনকে গুলি করে নামানো সেনা৷ পরে কচের কাছে একটি গ্রামে বেনামি ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে পুলিশ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, আজ সকালে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পান৷ এরপরেই প্রশাসনকে খবর দেওয়া হয়৷ এক পুলিশ আধিকারিক খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, “এই ধরণের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা

5e45e31c9b9b75cbf12191030c7c3738

দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক: পাক ড্রোনকে গুলি করে নামানো সেনা

গুজরাটের কচের কাছে আন্তজার্তিক সীমান্ত এলাকা থেকে একটি পাকি ড্রোনকে গুলি করে নামানো সেনা৷ পরে কচের কাছে একটি গ্রামে বেনামি ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে পুলিশ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, আজ সকালে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পান৷ এরপরেই প্রশাসনকে খবর দেওয়া হয়৷

এক পুলিশ আধিকারিক খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, “এই ধরণের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি৷” যদিও বিশদে কিছু বলতে চাননি আধিকারিকরা। পুলওয়ামার পর আরও হামলা চালানোর পরিকল্পনা করা পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে মঙ্গলবার হামলা চালানোর দিনই এই ঘটনা ঘটল৷ বিদেশসচিব জানিয়েছেন, এই হামলার ফলে নিকেশ করা হয়েছে বহু জঙ্গি, প্রশিক্ষক, কম্যান্ডাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *