মুখে শান্তির বার্তা, সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের

শ্রীনগর: ঢাকঢোল পিটিয়ে সবে মাত্র বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আত্মসমর্পণের ইঙ্গিত দিয়ে ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাবও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী৷ কিন্তু, চাপে পড়ে প্রধানমন্ত্রী শান্তির বার্তা আওড়ালেও পুঞ্চের কৃষ্ণাঘাটিতে অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের৷ জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনা৷ পাক রেঞ্জারের কালঘাম ছুটিয়ে জবাব দিয়েই চলেছেন ভারতীয় জওয়ানরা৷ পাকিস্তানে ঢুকে জঙ্গি শিবির ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা।

মুখে শান্তির বার্তা, সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের

শ্রীনগর: ঢাকঢোল পিটিয়ে সবে মাত্র বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আত্মসমর্পণের ইঙ্গিত দিয়ে ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাবও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী৷ কিন্তু, চাপে পড়ে প্রধানমন্ত্রী শান্তির বার্তা আওড়ালেও পুঞ্চের কৃষ্ণাঘাটিতে অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের৷ জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনা৷ পাক রেঞ্জারের কালঘাম ছুটিয়ে জবাব দিয়েই চলেছেন ভারতীয় জওয়ানরা৷

পাকিস্তানে ঢুকে জঙ্গি শিবির ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। তারপরেও নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন বন্ধ করল না পাকিস্তান। বরং তা আরও বাড়াল তারা। মঙ্গলবার বায়ুসেনার হামলার পর থেকেই জম্মু, রাজৌরি ও পুঞ্চ জেলার ৫৫টি জায়গায় গোলাবর্ষণ করে পাক রেঞ্জার্স। বুধবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর৷

ভারতের শক্তির সঙ্গে পেরে উঠবে না পাকিস্তান৷ সে কথা খুব ভালোই জানতেন ইমরান৷ মঙ্গলবার নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পুলওয়ামা কাণ্ডে পূর্ণ তদন্তের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ বুধবার সাংবাদিক বৈঠক করে ভারতের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করেন তিনি৷ যুদ্ধ হলে দুই দেশের ক্ষতি হবে বলেও জানান ইমরান৷

সাংবাদিক বৈঠক করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুলওয়ামার কাণ্ডের পর আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করতে  চেয়েছিলাম৷ যুদ্ধ না করে আমাদের আলোচনা করা প্রয়োজন৷ যুদ্ধ হলে দুই দেশের ক্ষতি৷ পাকিস্তান আক্রমণ করতে চাই না৷ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে৷ আমরা ভারতকে ক্ষতি করতে চাই না৷ আক্রমণ হলে পাকিস্তানও জবাব দিতে জানে৷ আমরা চাই না, দেশের মানুষের ক্ষতি হোক৷ আলোচনা হলেই সমস্যা সমাধান সম্ভব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =