কেবলে ফিরবে কি জনপ্রিয় চ্যানেলগুলি? মামলার গেরোয় আটকে অনেককিছু

কেবলে ফিরবে কি জনপ্রিয় চ্যানেলগুলি? মামলার গেরোয় আটকে অনেককিছু

3 stocks recomended

কলকাতা: কেবল চ্যানেলের মাসুল বৃদ্ধি নিয়ে মামলার জট কাটল না কলকাতা হাইকোর্টেও। ফলে আপাতত বন্ধই থাকছে পে চ্যানেল গুলি। আগামী সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ফের মামলার শুনানি। সেদিন শুনানিতে কী হয় তার দিকেই তাকিয়ে আছেন সকলে। গত শনিবার থেকে ডেন, হ্যাথওয়ে এবং জিটিপিএলের দর্শকরা জি, স্টার এবং সোনির চ্যানেলগুলি দেখতে পাচ্ছেন না। বুধবার সকাল পর্যন্ত এই অবস্থাই বর্তমান। 

আরও পড়ুন- কূটনৈতিক উত্তেজনার মাঝেই চিন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় দক্ষিণ আফ্রিকা

চ্যানেলের মাসুল বৃদ্ধির যে সিদ্ধান্ত ট্রাই নিয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দেশের ৮টি হাইকোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। ওই সংস্থাগুলির আওতাধীন চ্যানেলগুলি বন্ধ হওয়ায় ক্ষোভ বাড়ছে দর্শকদের মধ্যে। আর ব্যবসা নষ্টের ভয় পাচ্ছেন কেবল অপারেটররা। তাই আগামী শুনানিগুলির দিকেই তাকিয়ে আছেন সকলে। তথ্য বলছে, এই রাজ্যে ৫০ লক্ষ মানুষ পরিষেবা পাচ্ছেন না। ১৫ দিনের নোটিস না দিয়েই, ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যের তরফে জানান হয়েছে, তারা এই মামলায় পক্ষ নয়। ফলে এখনই এ ব্যাপারে তারা বক্তব্য জানাবে না।