কবে হবে লোকসভা নির্বাচন? জবাব কমিশনের

নয়াদিল্লি: ভারত-পাক উত্তেজনার মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন৷ শুক্রবার কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লোকসভার ভোট করাতে পুরোপুরি প্রস্তুতি তারা৷ আগামী লোকসভা নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ গতবার ৪ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন৷ গত ২০১৪-র নির্বাচন মোট ৯

8d07f1e0cd12dee08d8dface0f498f0b

কবে হবে লোকসভা নির্বাচন? জবাব কমিশনের

নয়াদিল্লি: ভারত-পাক উত্তেজনার মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন৷ শুক্রবার কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লোকসভার ভোট করাতে পুরোপুরি প্রস্তুতি তারা৷ আগামী লোকসভা নির্বাচন নির্দিষ্ট সময়েই  হবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷

গতবার ৪ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন৷ গত ২০১৪-র নির্বাচন মোট ৯ দফায় নেওয়া হয়৷  ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলে নির্বাচন প্রক্রিয়া৷ ১৬ মে ফলাফল ঘোষণা হয়৷ দেশের ৮১ কোটি ৪৫ লাখ ভোটার ২০১৪-র নির্বাচনে অংশ নেন৷ কিন্তু, এবার কী হবে? তাহলে কী ৪ মার্চ সোমবার ঘোষণা হবে এবারের ভোটের নির্ঘণ্ট? কমিশনের তরফে তা স্পষ্ট কিছু জানানো না হলেও নির্দিষ্ট সময়ে ভোট হবে বলে ঘোষা করা হয়৷

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। এমনই ইঙ্গিত নির্বাচন কমিশন থেকে মিলেছে। ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনী আগেভাগে এলে তাদের কী ভাবে ব্যবহার করতে হবে, পাঁচটি পুলিশ কমিশনারেট ও রাজ্যের বিভিন্ন জেলার পুলিশকর্তাদের তার রূপরেখা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, আম জনতাকে ছবি-সহ অভিযোগ জানানোর সুযোগ করে দিতে নির্বাচন কমিশন এ বার নয়া অ্যাপ ‘সি-ভিজিল’ চালু করছে। অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। যে কোনও ধরনের হিংসা ও নির্বাচনী বিধি ভাঙার ঘটনা সাধারণ মানুষ ছবি-সহ সরাসরি অ্যাপের মাধ্যমে কমিশনকে জানাতে পারবেন। এই অভিযোগ পেলেই ১০০ মিনিটের মধ্যে অভিযোগকারীকে তদন্ত করে কমিশনকে জানাতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *