৫৭ দেশের সামনে পাকিস্তানের মুখে ঝামা ঘষলেন সুষমা

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বৈঠকে যোগ দিয়ে পাকিস্তানের মুখে ঝামা ঘোষে দিলেন ভারেতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ নাম না করে ৫৭ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে সন্ত্রাস নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন সুষমা। সুষমা স্বরাজকে এই বৈঠকে গেস্ট অফ অনার করার কারণেই উপস্থিত থাকছে না পাকিস্তান৷ শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দিলেও ফের সংঘাতের পথে হাটল

2ccd8e2411ee08bbc739db338cb336fd

৫৭ দেশের সামনে পাকিস্তানের মুখে ঝামা ঘষলেন সুষমা

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বৈঠকে যোগ দিয়ে পাকিস্তানের মুখে ঝামা ঘোষে দিলেন ভারেতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ নাম না করে ৫৭ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে সন্ত্রাস নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন সুষমা। সুষমা স্বরাজকে এই বৈঠকে গেস্ট অফ অনার করার কারণেই উপস্থিত থাকছে না পাকিস্তান৷

শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দিলেও ফের সংঘাতের পথে হাটল পাকিস্তান৷ ভারতের সঙ্গে কোনও রমক আলোচনা করা হবে বলে পাক সরকারের অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি৷ আর সেই কারণে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OIC-র বৈঠকে পাকিস্তান অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দেন কুরেশি৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত৷ শুক্রবার পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি জানিয়ে দেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে বৈঠকে ভারতের উপস্থিতি থাকবে৷ বর্তামন পরিস্থিতি বিবেচনা করে ভারতের সঙ্গে কোনও আলোচনার টেবিলে বসার প্রয়োজন নেই পাকিস্তানের৷ ফলে, পাকিস্তান ওই বৈঠকে অংশ নেবে না৷

আবু ধাবিতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে গেস্ট অফ অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে৷ ইতিমধ্যেই সেই বৈঠকে যোগ দিয়েছেন সুষমা৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে আটক ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানে শুক্রবার ছেড়ে দেওয়া হবে৷ এই ঘটনার পর ভারতের সঙ্গে সংঘাত বাড়িয়ে বৈঠক বয়কট পাকিস্তানের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *