৩ বাহিনীর প্রধানকে জেড প্লাস নিরাপত্তা কেন্দ্রের

নয়াদিল্লি: নৌসেনা ও বায়ুসেনা প্রধানকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাঁদের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেকে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিমানবাহিনীর চিফ এয়ার মার্শাল বি এস ধানোয়া এবং নৌসেনার চিফ অফ নাভাল স্টাফ অ্যডমিরাল সুনীল লাম্বার নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার। সেনাপ্রধান বিপিন রাওয়াত ইতিমধ্যেই জেড প্লাস নিরাপত্তা পান। দুই বাহিনীর নিরাপত্তারক্ষীরা

0b28a9f60368239434c49988b203ec70

৩ বাহিনীর প্রধানকে জেড প্লাস নিরাপত্তা কেন্দ্রের

নয়াদিল্লি: নৌসেনা ও বায়ুসেনা প্রধানকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাঁদের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেকে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিমানবাহিনীর চিফ এয়ার মার্শাল বি এস ধানোয়া এবং নৌসেনার চিফ অফ নাভাল স্টাফ অ্যডমিরাল সুনীল লাম্বার নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার। সেনাপ্রধান বিপিন রাওয়াত ইতিমধ্যেই জেড প্লাস নিরাপত্তা পান। দুই বাহিনীর নিরাপত্তারক্ষীরা তাঁদের কাছের নিরাপত্তা দেখবেন। বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্র ও রাজ্যের বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *