যে ১১টি নথি দেখিয়ে দেওয়া যাবে ভোট, তালিকা দিল কমিশনের

আগরতলা: আসন্ন লোকসভা নির্বাচনে সচিত্র ভোটার কার্ডের পাশাপাশি আরও ১১টি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা যাবে। যদি কোনও ব্যক্তির নির্বাচন কমিশন প্রদত্ত সচিত্র পরিচয়পত্র না থাকে এবং তিনি যদি কেবল সচিত্র ভোটার স্লিপ নিয়ে আসেন তবে তিনি ভোট দিতে পারবেন না। তা হলে সংশ্লিষ্ট ভোটারকে কী করতে হবে এই বিষয়ে সম্প্রতি ভারতের নির্বাচন

যে ১১টি নথি দেখিয়ে দেওয়া যাবে ভোট, তালিকা দিল কমিশনের

আগরতলা: আসন্ন লোকসভা নির্বাচনে সচিত্র ভোটার কার্ডের পাশাপাশি আরও ১১টি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা যাবে। যদি কোনও ব্যক্তির নির্বাচন কমিশন প্রদত্ত সচিত্র পরিচয়পত্র না থাকে এবং তিনি যদি কেবল সচিত্র ভোটার স্লিপ নিয়ে আসেন তবে তিনি ভোট দিতে পারবেন না। তা হলে সংশ্লিষ্ট ভোটারকে কী করতে হবে এই বিষয়ে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন এক নির্দেশিকা জারি করেছে।

তার তথ্য দিতে আজ এক সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্য নির্বাচন মুখ্য নির্বাচনি আধিকারিক শ্রীরাম তরণীকান্ত জানান, এই পরিচয়পত্রগুলির মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি কর্মচারিদের ক্ষেত্রে দফতরের ইস্যু করা পরিচয়পত্র, ছবি-সহ পোস্ট অফিস অথবা ব্যাঙ্কের পাসবুক, প্যানকার্ড, এমজিএনরেগার জবকার্ড, হেলথ ইন্স্যুরেন্স, স্মার্টকার্ড, আধারকার্ড, ছবি-সহ পেনশনের কার্ড, এমপি, এমএলএ-রা তাঁদের অফিশিয়াল কার্ড আনতে পারেন। অথবা শুধু নির্বাচন কমিশনের সচিত্র পরিচয়পত্র আনলে ভোট দিতে পারবেন। তবে রাজ্যের বেশিরভাগ লোক যাতে নির্বাচন কমিশনের সচিত্র পরিচয়পত্র পেতে পারেন তার জন্য দফতর রাজ্যের ২৩টি মহকুমায় প্রিন্টিং মেশিন পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, নির্বাচনের ফর্ম ২৬, যা প্রার্থীর অ্যাফিডেবিড তাতে কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নতুন এই ফর্ম ২৬ রাজ্যের সব রাজনৈতিক দলের মধ্যে বিলি করা হয়েছে। এটি আগামী নির্বাচনে বলবৎ করা হবে বলেও জানান শ্রীরাম তরণীকান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + thirteen =