কলকাতা: পাকিস্তানের এয়ার স্ট্রাইকের লক্ষ্য ছিল ইসলামাবাদকে ভয় দেখানো। ভারত যে পাকিস্তানে আঘাত হানতে পারে সেটা বোঝাতেই চলেছিল হামলা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অন্য কোনও সরকারি আধিকারিক বলেননি হামলায় কতজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বলেছে মিডিয়া। এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রী এবং দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়া।
তিনি বলেন, মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে এয়ার স্ট্রাইকে মৃতের সংখ্যা নিয়ে এমন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার কোনও নিশ্চয়তা নেই। ভারতীয় বাহিনীর হামলার পর আমি প্রধানমন্ত্রীকে একটি সভায় বক্তব্য রাখতে শুনেছি। সেখানে তিনি বলেননি হামলায় কতজনের মৃত্যু হয়েছে। সরকারের কেউও এমন কথা বলেননি। আমাদের দলের সভাপতিকেও সংখ্যা নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। তথ্য প্রযুক্তি মন্ত্রকের এই রাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার উদ্দেশ ছিল পাকিস্তানকে এটা বুঝিয়ে দেওয়া যে ভারত আঘাত হানতে সক্ষম। কোনও মানুষের মৃত্যু আমাদের লক্ষ্য নয়।