নয়াদিল্লি: অবিলম্বে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে নরেন্দ্র মোদি ও ইমরান খানের কাছে চিঠি পাঠালেন ৫৬ জন নোবেলজয়ী। লরিয়েটস অ্যান্ড লিজার্স ফর চিলড্রেনের তরফে তাঁদের চিঠি শনিবার রাষ্ট্রসংঘে দুই দেশের স্থায়ী প্রতিনিধিদের কাছে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দুই দেশের শিশুদের স্বার্থে মোদি এবং ইমরানকে তাঁদের প্রাজ্ঞতার পরিচয় দিতে হবে। এখনই সংযত করেত হেব সব উত্তেজান যাতে তা যুদ্ধের পরিস্থিতি তৈরি না করে। সভ্যসমাজে হিংসা, সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। যে কোনও মূল্যে এই সংক্রমণ রুখতে হবে। শিশুরা যুদ্ধ তৈরি করে না। তারা যুদ্ধের সবথেকে বেশি ক্ষতির মুখে পড়ে। এই চিঠিতে সই করেছেন মালালা ইউসুফজাই, শিরিন এবাদি, মহম্মদ ইউনুস, হোসে লামোস হোর্তা, মে ব্রিট মোসে প্রমুখ।