মাসুদের পর এবার টার্গেট দাউদ? তুঙ্গে প্রস্তুতি

নয়াদিল্লি: মাসুদ আজহারকে নিয়ে কোণঠাসা পাকিস্তানকে এবার দাউদ প্রশ্নেও চাপে ফেলতে মরিয়া ভারত। প্রবল আন্তর্জাতিক জনমত, একইসঙ্গে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়ার সরাসরি ভারতের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার প্রস্তাব এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রবল হুমকিতে দিশাহারা ইসলামাবাদ। এই অবস্থায় পাকিস্তান আন্তর্জাতিক মহলকে বার্তা দিচ্ছে, তারা এবার জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে

মাসুদের পর এবার টার্গেট দাউদ? তুঙ্গে প্রস্তুতি

নয়াদিল্লি: মাসুদ আজহারকে নিয়ে কোণঠাসা পাকিস্তানকে এবার দাউদ প্রশ্নেও চাপে ফেলতে মরিয়া ভারত। প্রবল আন্তর্জাতিক জনমত, একইসঙ্গে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়ার সরাসরি ভারতের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার প্রস্তাব এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রবল হুমকিতে দিশাহারা ইসলামাবাদ।

এই অবস্থায় পাকিস্তান আন্তর্জাতিক মহলকে বার্তা দিচ্ছে, তারা এবার জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গতকালই পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাহাদ চৌধুরী বলেছেন, সমস্ত জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এমনই যে, মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে জয়েশ-ই-মহম্মদকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও সম্ভবত আর কিছু সময়ের অপেক্ষা।

আর সেটা আন্দাজ করেই পাকিস্তান একদিকে ঘোষণা করেছে মাসুদ আজহার অসুস্থ, আবার অন্যদিকে গোপনে স্থির করেছে এবার নিরাপত্তা পরিষদের মাসুদ বিরোধী প্রস্তাব গ্রহণ করা হলে তারা কোনও বাধা দেবে না। আর এই সিদ্ধান্ত গ্রহণের কারণ অবশ্যই পাকিস্তানের সবথেকে বড় সহায় চীন জানিয়ে দিয়েছে তারা আর মাসুদের পক্ষ নিয়ে গোটা আন্তর্জাতিক মহলের বিপক্ষে গিয়ে নিরাপত্তা পরিষদে ভেটো দিতে রাজি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =