বালাকোটে হামলা: বিরোধীদের ব্যঙ্গ রাজনাথের

অসম: বায়ুসেনার হামলার আগে বালাকোটে ৩০০টি মোবাইল ফোন সক্রিয় ছিল। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের (এনটিআরও) দেওয়া এই তথ্যকেই এবার হাতিয়ার করল কেন্দ্র। ‘ওই ৩০০টি মোবাইল ফোন কী গাছেরা ব্যবহার করত? নাকি এখন আপনারা এনটিআরও-কেও বিশ্বাস করেন না?’ মঙ্গলবার এই প্রশ্ন তুলে বিরোধীদের দাবিকে ব্যঙ্গ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেদিন ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে? মোদি

বালাকোটে হামলা: বিরোধীদের ব্যঙ্গ রাজনাথের

অসম: বায়ুসেনার হামলার আগে বালাকোটে ৩০০টি মোবাইল ফোন সক্রিয় ছিল। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের (এনটিআরও) দেওয়া এই তথ্যকেই এবার হাতিয়ার করল কেন্দ্র। ‘ওই ৩০০টি মোবাইল ফোন কী গাছেরা ব্যবহার করত? নাকি এখন আপনারা এনটিআরও-কেও বিশ্বাস করেন না?’

মঙ্গলবার এই প্রশ্ন তুলে বিরোধীদের দাবিকে ব্যঙ্গ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেদিন ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে? মোদি সরকারকে এই একটিমাত্র প্রশ্নেই বারবার বিদ্ধ করছে বিরোধীরা। এদিন অসমের ধুবড়িতে বিএসএফের একটি প্রকল্প উদ্বোধনে এসেছিলেন রাজনাথ। অনুষ্ঠান শেষে এক জনসভায় বিরোধীরা বায়ুসেনার হামলা নিয়ে রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি।

কংগ্রেসকে পাকিস্তানে গিয়ে মৃতদেহের সংখ্যা গুনে আসার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘কতজন মরেছে’ বিরোধীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বায়ুসেনার কী হামলার পরে গিয়ে এক, দুই, তিন, চার করে মৃতদেহ গোনা উচিত ছিল? এটা কী ইয়ার্কি?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =