আমি যখন সন্ত্রাস-দারিদ্র হটাতে চাইছি, তখন বিরোধীরা আমাকেই হটাতে চায়: মোদি

বেঙ্গালুরু: আমি দারিদ্র্য ও সন্ত্রাসকে হারাতে চাইছি৷ আর বিরোধীরা আমায় হারাতে চাইছে। কর্ণাটকের সভা থেকে এভাবেই বিরোধীদের আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, গোটা পৃথিবী ভারতের সাহসের প্রশংসা করছে। আপত্তি তুলছে শুধু বিরোধীরা। কিন্তু এই কৃতিত্ব ১২৫ কোটি মানুষের। বিরোধীদের মহাজোটকে আগেই মহভেজাল বলে অভিহিত করেছেন মোদি। এদিন তিনি বলেন,

1ececa9f60f4352af264f0f2602d5bd1

আমি যখন সন্ত্রাস-দারিদ্র হটাতে চাইছি, তখন বিরোধীরা আমাকেই হটাতে চায়: মোদি

বেঙ্গালুরু: আমি দারিদ্র্য ও সন্ত্রাসকে হারাতে চাইছি৷ আর বিরোধীরা আমায় হারাতে চাইছে। কর্ণাটকের সভা থেকে এভাবেই বিরোধীদের আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, গোটা পৃথিবী ভারতের সাহসের প্রশংসা করছে। আপত্তি তুলছে শুধু বিরোধীরা। কিন্তু এই কৃতিত্ব ১২৫ কোটি মানুষের। বিরোধীদের মহাজোটকে আগেই মহভেজাল বলে অভিহিত করেছেন মোদি।

এদিন তিনি বলেন, দেশের মানুষ চায় এমন এক সরকার তৈরি হোক যা অসহায় নয় যার মাথায় এমন কোন মুখ্যমন্ত্রী বসে নেই যাকে রিমোট দিয়ে বাইরে থেকে কন্ট্রোল করতে হয়। এই আক্রমণের লক্ষ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। কংগ্রেসের সঙ্গে জেডিএস বিধানসভা নির্বাচনের পর জোট করে, জোট সরকার গড়েন কুমার স্বামী। পাশাপাশি এই সরকার রাজ্যের মানুষের পিঠে ছুরি বসিয়ে ক্ষমতায় এসেছে বলে মনে করেন মোদি। সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ এনেছেন মোদি৷

বিরোধীরাও কার্যত নিয়ম করে আক্রমণ করছেন প্রধানমন্ত্রীকে। কিন্তু তিনি যে সে সব নিয়ে ভাবছেন না তা বোঝাতে মোদি বলেন, যার মাথায় ১২৫ কোটি মানুষের আশীর্বাদ আছে সে ভয় পাবে কেন? দেশের মানুষ আমায় শক্তি দিয়েছে। এরপর ভারতীয় বায়ুসেনার স্ট্রাইক নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *